DBBL Scholarship Of SSC 2021 | How to apply for dbbl scholarship 2022
আবেদন শুরু হয়েছে আজ বিকাল থেকে।
এই টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে আপনি নিজে নিজে ডাচ্ বাংলা ব্যাংকের স্কলারশিপ প্রোগ্রামের আবেদন করতে পারবেন সেটা।
সকল তথ্য ধীরে ধীরে পড়ে বুঝে নিন। যাতে কোন সমস্যা না হয়।
আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় সকল তথ্য প্রথমে জেনে নিন :
- Your Photo
Your Father Photo
Your Mother Photo
Your SSC Marksheet
Your SSC Testimonial
এই ডকুমেন্টস সমূহ যে ফরমেটে আপলোড করা যাবে তা :
Allowed file types is JPG, PNG & BMP. Maximum file size(150kb.) Please keep lower in size as much as possible, Maximum file width is(500px to 600px), Maximum Height is (700px to 800px).
অর্থাৎ ছবিগুলো ১৫০কেবির বেশি হতে পারবে না। এবং ছবির অনুপাত 500:700 এর কম হতে পারবে না।
ছবির সাইজ কিভাবে কমাবেন সেটা জানতে এখানে ক্লিক করুন।
আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
Application link : CLICK Here
লিংকে ক্লিক করার পর নিচের মত দেখতে পাবেন :
যেখানে আপনার নিজের ব্যক্তিগত তথ্যগুলো,মোবাইল নাম্বার দিতে হবে এবং ঠিকানা লিখতে হবে।
( নাম,জন্ম তারিখ, মোবাইল, ঠিকানা, ইমেইল এড্রেস ইত্যাদি)
এরপর Next এ ক্লিক করবেন
এবার এই ধাপে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে, দেওয়ার পর Next এ ক্লিক করুন
এবার এই ধাপে আপনার পারিবারিক তথ্য দিতে হবে (পিতা,মাতার নাম,পেশা,আয়,ভাই-বোন এর তথ্য, জমির পরিমাণ)
ইত্যাদি দিয়ে সাবমিট করার পর পরবর্তী ধাপে পৌঁছে যাবেন।
এবার হচ্ছেন ডকুমেন্টস সমূহ আপলোড করে ফাইনাল সাবমিট করার ধাপ :
এখানে আপলোড করার জন্য প্রয়োজনীয় ছবিগুলো অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবেন।
আবারও বলে দিচ্ছি যে যে ডকুমেন্টস গুলো লাগবে :
- Your Photo
- Your Father Photo
- Your Mother Photo
- Your SSC Marksheet
- Your SSC Testimonial
এবার সাবমিট বাটনে ক্লিক করেন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ধন্যবাদ
~ তাহের
সোর্স : Tahercoxbd.com
YouTube : TAHERCOXBD