হ্যালো ভিজিটর
Welcome to tahercoxbd.com
আমাদের tahercoxbd.com তে আপনাকে স্বাগত। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন প্রযুক্তি আপডেট থেকে শুরু করে বিভিন্ন প্রিমিয়াম এবং ফ্রী কোর্স।
কোর্স নাম : PowerPoint Masterclass – Beginner To Pro
কোর্স Duration : 6 hours
কোর্সের ভাষা : বাংলা
৮৪০৳ টাকার কোর্স ফ্রী Enroll করে নিন সময় থাকতে।
Microsoft PowerPoint কেন শিখবেন ?
প্রেজেন্টেশন সফটওয়্যার গুলোর মধ্যে Microsoft PowerPoint সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয়। অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবক্ষেত্রেই রয়েছে এর ব্যবহার। প্রেজেন্টেশনের কন্টেন্ট সাজানো, ধারাবাহিকতা ঠিক রাখা, প্রফেশনাল ফরম্যাট ঠিক রাখা – এসবের জন্য PowerPoint এর বিকল্প খুবই সীমিত।
কোন তথ্য বা বার্তা আরেকজনের কাছে পৌঁছাতে এবং আকর্ষণীয় করে উপস্থাপন করতে দরকার ভিজুয়াল কন্টেন্ট। PowerPoint ব্যবহার করে এসব কনটেন্ট খুব সহজে তৈরি করা সম্ভব। ছবি, গ্রাফিক্স, শেপ, টেক্সট, ভিডিও, আইকন, এনিমেশন সহ PowerPoint এর আরও অনেক ফিচার ব্যবহার করে চোখ ধাঁধানো প্রেজেন্টেশন বানানো সম্ভব।
এখানেই শেষ নয়, আপনি চাইলে কভার ফটো, পোস্টার, ব্যানার সহ অনেক ডিজাইনও করতে পারেন যদি যথেষ্ট দক্ষতা থাকে। তাই PowerPoint খুব ভালভাবে জানা থাকলে আপনি চাকুরীক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে অন্য সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবেন।
এই কোর্সে কি কি শিখবেন :
কীভাবে স্লাইড ডিজাইন করতে হয়, এর ফিচার গুলো কি কি তা বিস্তারিত শেখানো হবে এই কোর্সে। বিভিন্ন শেইপ, কালার আর টেক্সট কীভাবে স্লাইডে ব্যবহার করতে সে সম্পর্কে ধারনা দেয়া হবে।
ভাল প্রেজেন্টেশন ডিজাইনের জন্য ইমেজ এর বিকল্প নেই। ইমেজ এবং ভিডিও এর ব্যবহার, প্রাথমিক এডিটিং, এগুলোর সাথে শেপ আর টেক্সট এর মিশ্রণ – এসব আমরা শিখবো এই কোর্সে।
ডাটা রিপ্রেজেন্ট করতে গ্রাফ এবং চার্ট খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে PowerPoint এর ভিতর চার্ট আর গ্রাফ নিয়ে কাজ করতে হয় তা আলোচনা করা হবে এই কোর্সে। এছাড়া Excel থেকে কীভাবে চার্ট বা গ্রাফ PowerPoint এ নিয়ে আসতে হয়, তাও শেখানো হবে।
প্রেজেন্টেশন কে আকর্ষণীয় করার জন্য PowerPoint এ রয়েছে এনিমেশন ও ট্রানজিশন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই কোর্সে। PowerPoint এর একদম নতুন কিছু ফিচারের মধ্যে রয়েছে আইকন এবং মরফিং। কীভাবে এগুলো ব্যবহার করে High Quality & Winning Presentation ডিজাইন করা যায়, তা দেখানো হবে এই কোর্সে।
কোর্স শেষে কি কি পাবেন :
- কুইজ এবং অ্যাসাইনমেন্ট।
- সারাজীবন ব্যবহার করতে পারবেন।
- বিভিন্ন ফাইল।
- কোর্স সার্টিফিকেট পাবেন।
- Mobile, Tab or PC যেকোনো ডিভাইস থেকে শিখার সুবিধা।
- যেকোনো জায়গায় ব্যবহার সুবিধা।
- স্টুডেন্ট সাপোর্ট কমিউনিটি।
কিভাবে কোর্স ইনরোল করবেন বা ভর্তি হবেন ?
প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন
এবার নিচের স্কিনশট এর মত
নিচের BILLING DETAILS সেকশনে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড (প্রযোজ্য ক্ষেত্রে) সঠিকভাবে প্রদান করুন। তারপর পেইজের একদম নিচে PLACE ORDER বাটনে ক্লিক করে PLACE ORDER বাটনে ক্লিক করলেই আপনার একাউন্টে কোর্স যুক্ত হয়ে যাবে।
TAHERCOXBD তে ভিজিট করার জন্য ধন্যবাদ।
নিত্য নতুন প্রযুক্তি আপডেট পেতে tahercoxbd এর সাথে থাকুন।
Tahercoxbd একটি প্রযুক্তি ব্লগ এবং ওয়েবসাইট যেটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
আপনার যেকোনো সমস্যা ,পরামর্শ, অভিমত, অভিযোগ আমাদের জানতে নিচে যোগাযোগ এ ক্লিক করুন
অথবা কমেন্ট বক্সে জানান।
টিউটোরিয়াল ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।