অনার্স ভর্তি মাইগ্রেশন নিয়ে পরিপূর্ণ তথ্য
আশাকরি এরপর মাইগ্রেশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না।
(২০২০-২১) অনার্স ১ম বর্ষের ভর্তির ১ম মেধা তালিকা আজ
০১ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রকাশিত হয়েছে।
যারা অনার্সে ভর্তি হবা তাদের মধ্যে অনেক ছাত্র-ছাত্রীরা মাইগ্রেশন নিয়ে দুশ্চিন্তিত।
কনফিউশন দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর মাইগ্রেশন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো,
আশা করি পোস্ট টা সম্পুর্ন পড়লে সব বুঝতে পারবা।
মাইগ্রেশন কি ?
What is Migration ? Auto migration.
মাইগ্রেশন হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবে।
মনে রাখবে মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তোমার বিষয় চয়েজ এর উপর কেন্দ্র করে বিষয় পরিবর্তন হয়।
মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। সব সময় উপরের দিকে যায়। যেমন, মনে কর তোমার চয়েজ ছিল…
1. Economics
2. political Science
3. Islamic history and culture
4. Bangla
5. History
6. English
মনে কর, এখন তুমি চান্স পেলে ৪ নং চয়েজ Bangla সাবজেক্টে। তুমি এখন যদি Auto Migration কর তাহলে
তোমার পয়েন্ট যাচায় বাছায় করে তোমার বিষয় পরিবর্তন হতে পারে..
এখন খেয়াল কর মাইগ্রেশন কখনো নিচের দিকে যাবে না। Bangla তে ভর্তি হওয়ার সময় যদি মাইগ্রেশন
Option Open করে দাও তাহলে তোমার চান্স হওয়ার সম্ভবনা থাকবে –
3. Islamic history and culture
2. political science
1. Economics
এই তিন টা সাবজেক্ট এর উপর। তোমার চান্স পাওয়া বিষয়ের পরে যে গুলো থাকবে ঐগুলো আসবে না।
মাইগ্রেশনে বিষয় আসবে তোমার Bangla বিষয়ের আগের চয়েজ গুলো যা আছে তাদের মধ্যে।
বিশেষ দ্রষ্টব্য-
১ম চয়েজ এ যদি চান্স হয় তাহলে মাইগ্রেশন হবে না।
কারণ মাইগ্রেশন নিচের দিকে যায় না।
মাইগ্রেশন আবেদন কিভাবে করবো ?
মাইগ্রেশন আবেদন Online এর মাধ্যমেই করতে হয়।তোমার চান্স হয়েছে যে বিষয়ে সেই বিষয়ে চুড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করার সময় তোমাকে do you want to change your assigned subject based on your given preference list অপশনটি Yes করতে হবে।
যদি এই Option টা চালু কর তবেই তুমি মাইগ্রেশন রেজাল্ট পাবে। তোমার বিষয় পরিবর্তন হবে। আর যদি Auto Migration চালু না কর তাহলে তোমার বিষয় পরিবর্তন হবে না।
এখন তুমি যদি উক্ত বিষয় নিয়ে পড়তে না চাও তাহলে মাইগ্রেশন করতে পার । ভাগ্যক্রমে যদি তোমার বিষয় পরিবর্তন হয় তাহলে তোমার জন্য Good Luck, আর যদি Change না হয় তাহলে তোমার উক্ত বিষয় বহাল থাকবে।
কিন্তু তুমি মাইগ্রেশন করেছ তোমার বিষয় পরিবর্তন হয়েছে কিন্তু তুমি ভাবছো আমি এই বিষয়ে পড়বো না, আগে যা ছিল তাই পড়বো.। তুমি আর আগের বিষয়ে পড়তে পারবে না। আর বিষয় পরিবর্তন করা সম্ভব না।
সুতরাং Auto মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবে, আমি যে বিষয় পেয়েছি সেই বিষয়ের আগের চয়েজ গুলো ভালো নাকি যেটায় চান্স পেয়েছি এটাই ভাল। উপরের
বিষয় গুলোর যে কোন একটা বিষয়ে যদি পড়ার ইচ্ছা তোমার থাকে তাহলে Auto মাইগ্রেশন করতে পার।
গত বছর এই ভুলের কারনে অনেক ভাল বিষয় পরিবর্তন হয়ে Normal বিষয় এসেছে এবং তাদের নরমাল খারাপ
বিষয়ে অনার্স করতে হচ্ছে। সুতরাং তুমি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবে।
ধর তুমি চান্স পেলে Political Science
বিষয়ে। তুমি মাইগ্রেশন করবে ভাবছ Political Science এর আগের বিষয় গুলোর মধ্যে পেলে ভাল হয়। তুমি Auto Migration চালু করলে। তুমি পেয়ে গেলে History. তুমি
খেয়াল কর নাই Political Science বিষয়ের আগে History চয়েজ দেয়া ছিল। তখন তোমাকে এই নরমাল বিষয়টা নিয়েই পড়তে হবে, আর ফিরে পাবে না তোমার Political Science বিষয় ।
যারা মাইগ্রেশন করতে চাচ্ছ So be Careful, মাইগ্রেশন Nu দ্বারা Auto বিষয় পরিবর্তন হয়। এতে কলেজ কিংবা তোমার কোন হাত থাকবে না। তোমার অনলাইনে ভর্তি চুড়ান্ত ফরম
পূরন করে উক্ত বিষয়ে ভর্তি হতে হবে। আর যদি পরিবর্তন হয় তাহলে Auto পরিবর্তন হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে হবে না ।
যারা বিষয় পরিবর্তন করতে চাও না, তারা ভুলেও মাইগ্রেশন চালু করবে না। তুমি তোমার উক্ত বিষয়
নিয়েই ভর্তি হয়ে যাও ।
১ম মেধা তালিকার মাইগ্রেশন রেজাল্ট ২য় মেধা তালিকার সাথে প্রকাশ করা হবে । যারাই Auto মাইগ্রেশন চালু করবেন তারা আবারও রেজাল্ট পাবে ।
মাইগ্রেশন এর রেজাল্ট ২য় মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে
যাবে। যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে । তাই
ওয়েবসাইটে চেক করে নিবে।
যদি মাইগ্রেশনে বিষয় পরিবর্তন হয় তাহলে তোমাকে আবার রোল পিন দিয়ে লগইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে। এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো ঐ ডিপার্টমেন্টে জমা দিবা। আর কিছু না এবং কোনো টাকাও দেয়া লাগবে না।
যারা ১ম ও ২য় মেধাতালিকায় চান্স পাবে তারাই কেবল মাইগ্রেশন করার সুযোগ পাবে।
১৫ তারিখের দিকে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবে। আর ২য় মেধা তালিকায় সুযোগ না পেলে রিলিজ স্লিপের মাধ্যমে পুনরায় আবার ৫ টা কলেজে আবেদন করতে পারবে। এসব বিষয়ে পরে বলবো।
ভর্তি বিষয়ে আর কোন তথ্য জানার থাকলে প্রশ্ন করতে পারো।