মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হওয়া আমাদের প্রত্যেকের জন্য স্বাভাবিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
মোবাইল হারিয়ে গেলে তা ফিরিয়ে পেতে হলে আমাদের কিভাবে সচেতন হতে হবে তা নিয়ে আজকের লিখাটা লিখলাম।
মনোযোগ সহকারে সম্পূর্ণ লিখাটা পড়লে আশা করা যায় আপনার সাধের মোবাইলটা চুরের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন।
একটা মোবাইল যখন আমরা ব্যবহার করি তখন আমাদের কাছে কয়েকটি জিনিস সংরক্ষণ করা এবং কিছু জিনিস সেটআপ করা প্রয়োজন। যাতে পরবর্তীতে আমাদের মোবাইলটা হারিয়ে গেলে তা উদ্ধার করতে সহজ হয়।
হারানো মোবাইল ফিরিয়ে পাওয়ার বেশকিছু উপায় রয়েছে তবে তারমধ্যে কার্যকর কয়েকটি পদ্ধতি আজকে শিখিয়ে দিব সবাইকে।
হারানো মোবাইল ফিরিয়ে পাওয়ার উপায় কি কি ?
- আপনার মোবাইলে ব্যবহৃত Gmail ID দিয়ে Track করে লোকেশন বের করে।
- GD বা General Diary করে IMEI নাম্বারের সাহায্যে।
আপাতত এই দুটি পদ্ধতি আলোচনা করতে যাচ্ছি।
Gmail ID দিয়ে Track করে লোকেশন বের করার পদ্ধতি কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন বিস্তারিতঃ
সাধারণত কোন মোবাইল ব্যবহার করি তখন আমরা প্রথমত যে কাজ করি সেটা হচ্ছে আমরা একটা গুগল একাউন্ট তৈরি করে এবং সেটা দিয়েই প্লে স্টোর সহ অন্যান্য যা সফটওয়্যার মোবাইলে রয়েছে তা ব্যবহার করি এখন আমাদেরকে এমন কিছু কাজ জিমেইল দিয়ে করতে হবে যাতে আমরা আমাদের শকের মোবাইলটা হারিয়ে গেলেও আমরা নিজেরা ফিরিয়ে আনতে পারেন অথবা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারি
এখন আমি বলব জিমেইল দিয়ে আমাদের কোন বিষয়গুলো সেটআপ করতে হবে যে বিষয়গুলো করতে হবে সেগুলো হচ্ছে
আমাদের জিমেইলে একটা ট্রাস্টেড ডিভাইস করতে হবে
২য় কাজ হচ্ছে আমাদের ফোনের লোকেশন চালু রাখতে হবে।
৩য় কাজ ডাটা চালু রাখতে হবে।
এইসব জিনিসগুলো চালু রাখতে পারলে আপনার হারানো মোবাইল নিজে নিজে খুঁজে বের করতে পারবেন।
কিভাবে খুঁজে বের করবেন সেটা জানতে এখানে ক্লিক করুন।
এবার আসুন জিডি করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের হারানো মোবাইলটা ফিরে পেতে পারি অথবা আইএমইআই নাম্বার এর সাহায্যে কিভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া মোবাইল টা ফিরে পেতে পারি সেটা জানবো
এক্ষেত্রে আমাদের প্রথম কাজ মোবাইল হারানোর পর সাথে সাথে একটা সাধারণ ডায়েরি বা জিডি করে ফেলা, এক্ষেত্রে অবশ্যই IMEI নাম্বার লাগবে।
( পুলিশ কর্মকর্তাদের কর্মহীনতা বা অলসতার কারণে এই পদ্ধতিতে মানুষের আস্থা নেই বললেই চলে। তবে কিছু কিছু পুলিশ স্টেশন এক্ষেত্রে খুবই কর্মঠ)
যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন।