ব্লগিং করে আয় করুন পর্ব ২ | Blogging Income Part 2
নতুন টিউটোরিয়াল এ আপনাদের স্বাগতম
তাহের কক্স বিডির নতুন টিউটোরিয়াল এ। আজকে ব্লগিং নিয়ে করা ২য় পর্বের আলোচনা করা হবে। তাই খুব মনোযোগ সহকারে কাজ করবেন এবং ধৈর্য ধরে পড়বেন।
ব্লগিং নিয়ে আসলে ধৈর্য ধরে কাজ না করলে ইনকাম কিন্তু করার আশা বাদ দিতে হবে। কারণ আমরা গত পর্বে বলেছিলাম। ব্লগিং থেকে আয় করার উপায় এবং কি কি আরও দিক আছে সেগুলো।
এবার চলুন ছট করে একটা ব্লগ খুলে ফেলি।
কিভাবে একটা ব্লগ বা ওয়েবসাইট খোলা যাবে ?
ব্লগ বা ওয়েবসাইট খোলার জন্য বিভিন্ন উপায় রয়েছে। যেমন আপনি যদি হোস্টিং কিনতে না চান ফ্রী তে খোলা যাবে, আবার আপনি যদি হোস্টিং কিনে নিজে ব্যবহার করতে চান সেটাও পারা যায়। এতে হোস্টিং কিনার পর ওটা বেশি সুযোগ সুবিধামুলক।
M
ত চলুন হোস্টিং ছাড়া একদম ফ্রী তে ব্লগ বা ওয়েবসাইট খুলবেন কিভাবে জানুন।
ফ্রী ব্লগ ওয়েবসাইট খোলার জন্য কি কি লাগবে?
- একটা জিমেইল অ্যাকাউন্ট
- একটি মোবাইল অথবা ল্যাপটপ
- ইন্টারনেট সংযোগ
ফ্রী ব্লগ ওয়েবসাইট খোলার নিয়মঃ
প্রথমে blogger এ ক্লিক করে সেখানে প্রবেশ করুন এবং আপনার জিমেইল দিয়ে Sign in করুন।
এবার Create a blog এ ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
এবার আপনার ব্লগের টাইটেল দিন, যেটা উপরে দেখাবে,
যেমনঃ
know for sharing, প্রযুক্তির ব্লগ,একটি অনলাইন প্লাটফর্ম, একটি অনলাইন নিউজ পোর্টাল ইত্যাদি ইত্যাদি।
এবার Next এ ক্লিক করুন এবং পরবর্তী তে আপনার ব্লগের জন্য একটা ঠিকানা দিতে বলবে।
যেটা আপনার ব্লগের এড্রেস হিসেবে পরিচয় পাবে।
এটা আপনার ব্লগের সাব ডোমেইন হিসেবে ব্যবহৃত হবে। আপনি যদি চান tahercoxbd.com এর মত করে .com বা .net বা .xyz বা অন্য কোন টপ লেবেল ডোমেইন ব্যবহার করতে, তবে আপনাকে ডোমেইন কিনে নিতে হবে।
M
এবার ব্লগের ঠিকানা দেওয়ার পর Next এ ক্লিক করলেই আপনার ব্লগ খোলা শেষ হবে।
এবার পরবর্তী তে যে কাজগুলো আপনাকে করা লাগবে একপলকে সেগুলো জেনে নিনঃ
- ওয়েবসাইট ডিজাইন
- ওয়েবসাইটের জন্য টেমপ্লেট বা থিম বাচাই
- ওয়েবসাইটকে SEO করা
- ওয়েবসাইটের জন্য পোস্ট লিখা
- ইনকামের জন্য উপযোগী হিসেবে তৈরি করা
- Social Marketing এর মাধ্যমে ওয়েবসাইট এর জনপ্রিয়তা বাড়ানো
ইত্যাদি ইত্যাদি
M
আ