আমরা অনেক শিক্ষার্থী বলতে গেলে বেকার জীবন নিয়ে বসে থাকি,সারাদিন মোবাইল টিপি,পাবজি,বাবজি হ্যানতেন বিভিন্ন খেলা নিয়ে দিন কাটাচ্ছি হেলেদুলে।
অথচ ছাত্রজীবন থেকেই অর্জন করা উচিৎ জীবনের গূঢ়ার্থ। আমরা সঠিক তথ্য, দিকনির্দেশনা না পাওয়ার কারণে অনেকে বিভিন্নভাবে পিছিয়ে থাকি।তার মধ্যে একটি দিকনির্দেশনা হচ্ছে আমাদের সবার উচিৎ ছাত্রজীবন থেকেই নিজের খরচের একটা অংশ নিজে নিজে আয় করতে শেখা। এতে পরিবারের একটা চাপ কমবে এবং নিজেরও ভালো লাগবে এটা ভেবে যে, আমি নিজের টাকায় চলতে পারতেছি আলহামদুলিল্লাহ।
এখন বলতে পারেন, ছাত্রজীবনে এমন কোন কাজ আছে যেটা দিয়ে ইনকাম করে নিজের খরচ চালাতে পারবেন ?
এটা অনেক শিক্ষার্থীর জন্য একটা কমন প্রশ্ন বলা যায়। ছাত্রজীবনে ইনকাম করার অনেক পথ বা রাস্তা খোলা অথচ আমরা সেগুলো খেয়াল ই করিনা। বিশেষ করে যাদের পরিবার ধনাঢ্য বা অর্থের অভাবে পড়েনা এমন পরিবারের অনেক সন্তান হেলেদুলে দিন কাটাই। না পারে একটা ভালো কিছু করে সামনে এগুতে না পারে সুচরিত্রের অধিকারী হতে। যদিও সবাই নয়,কিছু কিছু যেগুলো সবখানে থেকে থাকে। এখন ভাবুন আপনিও তাদের একজন নয়তো??
যদি আপনি তাদের একজন হয়ে থাকেন সমস্যা নেই। আজই বদলে ফেলুন আপনার বদভ্যাস গুলো এবং শুরু করুন নতুন জীবন।
ত বলতে যাচ্ছিলাম কোন কোন অপশন আছে যেখান থেকে আমরা ছাত্রজীবনে একটা আয়ের অংশ বের করতে পারি!
সেগুলো হচ্ছে
- টিউশন
- কোচিং করানো
- ব্লগিং
- ফ্রিল্যান্সিং
ইত্যাদি ইত্যাদি
আরও অনেক অপশন পাওয়া যাবে কিন্তু এখানে যেগুলো দিলাম সেগুলো সবার পরিচিত। এবং এগুলো থেকে আপনি নিজের খরচ চালাতে পারবেন এটার নিশ্চয়তা দিতে পারব ইনশাআল্লাহ।
ত চলুন এগুলো দিয়ে কিভাবে কি করে ইনকাম করতে হবে সেটা নিয়ে জানি এবং নিজেকে পরিবর্তন করি।
অলসতাকে না বলুন
আমি আলোচনা করব “ব্লগিং করে কিভাবে আয়” করবেন সেটা নিয়ে “।
যদি আপনাদের জানার আগ্রহ এবং ইচ্ছে বেশি হয়ে থাকে তবে পরে ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন দিবো ইনশাআল্লাহ।
ব্লগিং কি ? কিভাবে ব্লগিং করে আয় করবেন ?
এসব প্রশ্ন নিয়ে আজকের টিউটোরিয়াল।
ব্লগিং কি ?
ব্লগিং মানে বুঝায় লিখালিখি করে সেগুলো একটা জায়গায় প্রকাশ করা, যেখানে যেকেউ সেই লিখাগুলোর সন্ধ্যান পাবে। এইযে যে জায়গায় আপনি আপনার লিখা তথ্যগুলো প্রকাশ করবেন সেটাকে ব্লগ বলে। আর ব্লগে যে লিখালিখি করবেন সেটাকে ব্লগিং বলে।
ব্লগিং করে আয় করবেন কিভাবে সেটা এখন জানবেন
ব্লগিং করে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য দিক হচ্ছে গুগল এডসেন্স বা Google Adsense এর মত বিজ্ঞাপন কোম্পানি। এছাড়াও আরও অন্যান্য কোম্পানি ত রয়েছে। তবে আপনি চাইলেই গুগল এডসেন্স থেকে দিনে ১০০০ থেকে ১০,০০০ পর্যন্ত আয় করা সম্ভব।
আপনার শুনে অবাক লাগলেও সত্যি যে এটা সম্ভব। তবে এই আয় করার জন্য আপনাকে আগে কাজ করতে হবে। বলে রাখা ভালো যে এই আয় করার জন্য আপনাকে প্রতিদিন কাজ করতে হবে না। বরং এটা হচ্ছে একটা যন্ত্রের মত। আপনি সবকিছু ঠিক করে রাখলে কোন কাজ না করলেও দৈনিক একশো থেকে পাঁচশো টাকা আয় হবে অটোমেটিক।
তাই এই ব্লগিং থেকে সহজেই নিজের খরচ চালাতে পারবেন কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই। তবে এরজন্য আপনকে জানতে হবে সঠিক তথ্য, দিকনির্দেশনা এবং যথাযথ কাজ।
ব্লগিং থেকে আয় করার উপায় সমূহ :
০১| গুগল এডসেন্স থেকে টাকা আয়
যদি আপনি ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান ৷ তবে সবার প্রথমে যে নামটি আসবে৷ সেটি হলো, Google Adsense. কেননা, ব্লগ থেকে আয় করার জন্য এটি হলো অন্যতম একটি পদ্ধতি।
যে পদ্ধতিটি অনুসরন করে আপনার মতো লাখ লাখ মানুষ ব্লগ থেকে টাকা আয় করে আসছে।
বলে রাখা ভালো যে, গুগল এডসেন্স হলো বিশ্বের জনপ্রিয় অনলাইন ব্রান্ড Google এর নিজস্ব একটি প্রোডাক্ট। যেখানে আপনি একজন ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন।
আর আপনার সেই কাজের বিনিময়ে যে পরিমান টাকা ব্লগ থেকে আয় করবেন৷ সেই টাকা গুলো গুগল আপনাকে এডসেন্স এর মাধ্যমে প্রদান করবে।
০২| অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
আজকের দিনে ব্লগ থেকে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয় উপায় হলো, এফিলিয়েট মার্কেটিং করা। আর বর্তমান সময়ে ব্লগিং করে টাকা আয় করার জন্য।
অধিকাংশ মানুষ গুগল এডসেন্স এর পাশাপাশি Affiliate Marketing করেও বিপুল পরিমান টাকা ব্লগ থেকে ইনকাম করে আসছে।
মূলত এফিলিয়েট হলো অনলাইন থেকে টাকা আয় করার এমন একটি মাধ্যম। যেখানে আপনি পৃথিবীর বড় বড় অনলাইন শপের পন্য গুলোকে সেল করে দিবেন ৷ এবং আপনি তাদের পন্য সেল করে দেয়ার বিনিময়ে।
সেখান থেকে কিছু পরিমান টাকা কমিশন হিসেবে লাভ করবেন। মূলত এই পুরো প্রক্রিয়াকে বলা হয়, এফিলিয়েট মার্কেটিং।
০৩| স্পন্সর থেকে আয়
যখন আপনি আপনার সদ্য তৈরি করা নতুন ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর নিয়ে আসবেন। তখন আপনার জন্য ইনকাম করার আরও একটি নতুন রাস্তা খুলে যাবে। সেটি হলো, স্পন্সর থেকে টাকা আয় করা।
যা থেকে আপনি বেশ ভালো পরিমান টাকা ব্লগ থেকে আয় করে নিতে পারবেন। মূলত যখন আপনার ব্লগে অনেক ভিজিটর থাকবে৷ তখন বিভিন্ন অনলাইন কিংবা অনলাইন কোম্পানি গুলো আপনার কাছে স্পন্সর করার জন্য আসবে।
আর আপনি আপনার ব্লগের ভিজিটর অনুযায়ী সেই কোম্পানির স্পন্সর করার বিনিময়ে টাকা আয় করতে পারবেন।
০৪| অন্য বিজ্ঞাপন থেকে
আপনার একটি ভালো মানের ব্লগ থাকলে। আপনি সেই ব্লগে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন। কিন্তুু আপনার গুগলের ব্লগে গুগলের বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি আরও অন্যান্য Local Ad থেকেও টাকা আয় করতে পারবেন।
তবে আপনি যদি লোকাল বিজ্ঞাপন থেকে ব্লগিং এর মাধ্যমে আয় করতে চান। তবে আপনার সেই ব্লগে অনেক বেশি পরিমানে ভিজিটর থাকতে হবে। তখন অন্যান্য কোম্পানিরা তাদের বিজ্ঞাপন গুলো আপনার ব্লগে দেখানোর জন্য রিকুয়েষ্ট করবে।
আর আপনি তাদের বিজ্ঞাপন গুলো আপনার ব্লগে দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
এবার আসি ব্লগিং করার জন্য আপনার কি কি লাগবে সেগুলো জেনে নেওয়া যাক
অবশ্যই আপনার ১টা অ্যান্ড্রয়েড ফোন লাগবে
কম্পিউটার লাগবে না ( থাকলে আলাদা সুযোগ সুবিধা পাবেন)
একটি জিমেইল অ্যাকাউন্ট
লিখালিখির অভ্যাস ( ভালো বাংলা লিখতে পারা অথবা ভালো ইংরেজি লিখতে পারা অথবা অন্য যেকোনো ভাষায় লিখার দক্ষতা থাকলে হবে)
পরবর্তী পর্ব পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন তাহেরকক্সবিডি এবং যেকোনো সমস্যার জন্য কমেন্ট করুন।