Gmail forwarding tutorial of TAHERCOXBD
Email forwarding tutorial for all.
Forwarding বা ফরওয়ার্ডিং কি সেটার সাথে আমরা সবাই কম বেশি জড়িত আছি।
আমরা ডিজিটাল সময়ের মানুষ হিসেবে সেটার সাথে পরিচিতিটা স্বাভাবিক।
ফরওয়ার্ড কখন ব্যবহার করে সেটাও আমরা জানি।
আজকে ইমেইল ফরওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
ইমেইল ফরওয়ার্ডিং কি ?
এটা কখন প্রয়োজন হয় ?
gmail বা ইমেইল Forwarding হচ্ছে একটা ইমেইল এড্রেস এ যে মেইল গুলো যাওয়ার কথা সেগুলো সেখানে না নিয়ে অন্য একটা ইমেইল এড্রেস এ প্রেরণ করা।
এটার প্রয়োজন হয় কখন সেটা যাদের প্রয়োজন তারা নিজেরাই জানি।
Google Gmail কোম্পানি আমাদের মোট ১৫ জিবি স্টোরেজ ফ্রী তে ব্যবহার করার সুযোগ করে দিয়ে থাকে। কিন্তু অনেক সময় আমাদের ব্যবসায়ী বা অন্য যেকোনো কাজে আমাদের ইমেইল এ বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন অতিরিক্ত ইমেইল স্টোরেজ Full করে ফেললে আর কোনো মেইল আসে না এতে আমরা না পারি মেইল গুলো ডিলিট করতে আবার না পারি স্টোরেজ বাড়িয়ে ব্যবহার করতে। ঠিক এইজন্য আমরা ইমেইল এড্রেস ফরওয়ার্ডিং ব্যবহার করব।এতে আপনার কোন ইমেইল এ স্টোরেজ ফুল হয়ে গেলেও সেই ইমেইল এ সেটিংস এ ফরওয়ার্ডিং চালু করে ওখানে না আসা সকল ইমেইল আপনি অন্য একটা ইমেইল এড্রেস এ আনতে পারবেন খুব সহজেই।
কিভাবে জিমেইল ফরওয়ার্ডিং চালু করবেন ?
জিমেইল ফরওয়ার্ডিং চালু করার জন্য নিচের সকল নির্দেশনা অনুসরণ করে কাজ করুন।
প্রথমে আপনার জিমেইল এ Login করুন
এবার নিচের মত কাজ করুন
Tag: how to turn off forwarding in gmail on iphone,gmail forward multiple emails,gmail forwarding,how to turn on gmail forwarding.