অপরিচিতা MCQ | এইচএসসি প্রস্তুতি
অপরিচিতা গল্পের mcq (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর pdf
একাদশ – দ্বাদশ শ্রেনীর বাংলা ১ম পত্র
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
অপরিচিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
বহুনির্বাচনী প্রশ্নের উত্তর / অপরিচিতা গল্পের mcq
Part A :
১. কোন গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে?
ক. মাল্যদান খ. ছুটি
গ. কঙ্কাল ঘ. ভিখারিনী
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ‘ভিখারিনী’ গল্পটি রচনা করেন?
ক. চৌদ্দ খ. পনের
গ. ষোল ঘ. সতের
৩. ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৯১ খ. ৯৩ গ. ৯৫ ঘ. ৯৭
৪. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায় খ. ‘আঙ্গুর’ পত্রিকায়
গ. ‘ধুমকেতু’ পত্রিকায় ঘ. ‘মিঠেকড়া’ পত্রিকায়
৫. ‘শেষের কবিতা’ কোন জাতীয় গ্রন্থ?
ক. কবিতা খ. ছোটগল্প
গ. নাটক ঘ. উপন্যাস
উত্তর :
১. ঘ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ।
Part B :
১/ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৩
ঘ. ১৮৬৪
উঃ ক. ১৮৬১
২/ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কী?
ক. প্রমথ চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩/ শম্ভূনাথ সেন কেন পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন?
ক. বিলাসিতা পরিহার করার জন্য
খ. স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য
গ. নিজের দীনতা আড়াল করার জন্য
ঘ. চাকুরি বদলি হয়ার কারনে
উঃ গ.নিজের দীনতা আড়াল করার জন্য
৪/ অনুপমের মামা মনে মনে খুশি হলেন কেন?
ক. মোটা অঙ্কের পন পাবেন বলে
খ. অনুপম তার কথার অবাধ্য হয় না বলে
গ. কন্যার বাবা ধনী নয় বলে
ঘ. শম্ভূনাথের তেজ নেই বলে
উঃ ঘ. শম্ভূনাথের তেজ নেই বলে
৫/ কেমন ঘর থেকে সম্বন্ধ এসেছিল অনুপমের?
ক. অনেক গরিব ঘর
খ. অনেক বড় ঘর
গ. খান্দানি ঘর
ঘ. অনেক ছোট ঘর
উঃ খ. অনেক বড় ঘর
৬/ ‘অপরিচিতা’ গল্পে বিবাহের প্রতি কার একটা বিশেষ মত আছে?
ক. অনুপমের
খ. বিনুদার
গ.মামার
ঘ. শম্ভূনাথের
উঃ গ.মামার
৭/ অনুপমের বন্ধুর নাম কি ছিল?
ক. হরিশ
খ. নরেশ
গ. পরশ
ঘ. বিনুদা
উঃ ক. হরিশ
৮/ অনুপমের বাবার পেশা কী ছিল?
ক. শিক্ষক
খ. ডাক্তার
গ. ব্যবসা
ঘ. ওকালতি
উঃ ঘ. ওকালতি
#নজরুলের বাবা মারা যাওয়ার পর তার চাচা ছিল তাদের পরিবারের কর্তা। সে পড়ালেখা করলেও কোনো বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তার মামার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। তার মামা কোন ভুল সিদ্ধান্ত নিলেও সে তা মেনে নেয় এবং কোনো প্রতিবাদ করেনা।
৯/ উদ্দীপকের নজরুলের সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. কল্যানী
খ. অনুপম
গ. মামা
ঘ. শম্ভূনাথের
উঃ খ. অনুপম
১০/ উদ্দীপকের নজরুলের চাচার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. শম্ভূনাথের
খ. বিনুদা
গ. অনুপম
ঘ. মামা
উঃ ঘ. মামা
১১/ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. মহসীনেন্দ্রনাথ ঠাকুর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. বীরেন্দ্রনাথ ঠাকুর
ঘ. রনদেবেদ্রনাথ ঠাকুর
উঃ খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
১২/ নিচের কনটি ‘অপরাচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের সাথে মিলে ?
ক. পরনির্ভরশীল
খ. ভীতু
গ. ব্যক্তিত্বহীন
ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব
উঃ ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব
১৩/ অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
ক. ভুজপুরে
খ. বীরভূমে
গ. কানপুরে
ঘ. মালদহে
উঃ গ. কানপুরে
১৪/ অনুপমের বন্ধু হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
ক. কলিকাতায়
খ. আসানসোল
গ. বীরভূমে
ঘ. কানপুরে
উঃ ক. কলিকাতায়
১৫/ বকুল বনের নবপলবরাশির সাথে কার তুলনা করেছেন?
ক. কল্যাণীর
খ. নিরুপমার
গ. অনুপমের
ঘ. মামার
উঃ গ. অনুপমের
১৬/ কার মন তৃষ্ণার্ত ছিল?
ক. সম্ভূনাথ সেনের
খ. অনুপমের
গ. মামার
ঘ. কল্যাণীর
উঃ খ. অনুপমের
১৭/ ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে’- বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. কল্যাণীর বিয়ের অলংকার
খ. যৌতুকের পরিমান
গ. কল্যাণীর রুপ ও সৌন্দর্য
ঘ. অনুপমের চরিত্র
উঃ গ. কল্যাণীর রুপ ও সৌন্দর্য
১৮/ সম্ভূনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না কেন?
ক. মেরুদণ্ডহীন বলে
খ. আত্মমর্যাদাহীন বলে
গ. পরনির্ভরশীল বলে
ঘ. আদর্শহীনতার কারনে
উঃ ক. মেরুদণ্ডহীন বলে
১৯/ ‘অপরিচিতা’ গল্পে মামার বৈশিষ্টের সাথে নিচের কনটি মিলে?
ক. বিচক্ষণ
খ. কূপমন্ডূক
গ. অর্থলোভী
ঘ. নির্বোধ
উঃ গ. অর্থলোভী
২০/ কাকে দেখলে অনড়পূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে হবে?
ক. অনুপমের মামা
খ. কল্যাণী
গ. অনুপম
ঘ. বিনুদা
উঃ গ. অনুপম
২১/ অনুপমের মা কিরকম ঘরের মেয়ে?
ক. বড়লোক
খ. বামুন
গ. মধ্যবিত্ত্য
ঘ. গরিব
উঃ ঘ. গরিব
২২/ অনুপম আর তার মামার বয়সের পার্থক্য বড়জোর কত বছর?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উঃ ঘ. ৬
২৩/ ‘এটা আপ্নারাই রেখে দিন’- কি রেখে দেওয়ার কথা বলা হয়েছে?
ক. এয়ারিং
খ. নাকের দুল
গ. গহনা
ঘ. বালা
উঃ ক. এয়ারিং
২৪/ অনুপমের মামা স্যকরা ডেকেছিলেন কেন?
ক. গহনা নিয়ে যেতে
খ. গহনা যাচাই করতে
গ. কন্যার বাবাকে অপমান করতে
ঘ. ভুলে
উঃ খ. গহনা যাচাই করতে
২৫/ অনুপমের নিজ চোখে মেয়েকে দেখা হয়নি কেন?
ক. মামার অনুমতি ছিল না বলে
খ. বিষয়টি আপত্তিকর বলে
গ. সমাজে নিয়ম ছিল না বলে
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উঃ ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
২৬/ বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বলেছিলেন?
ক. খাঁটি সোনা বটে
খ. মেয়ে চমৎকার সুন্দরী
গ. মেয়ে দেখতে কালো
ঘ. হীরের টুকরো একটা
উঃ খ. মেয়ে চমৎকার সুন্দরী
২৭/ বিনুদাদার ভাষাটা কেমন?
ক. আঞ্চলিক ভাষা
খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা
ঘ. চলনসই
উঃ খ. অত্যন্ত আঁট
আরো পড়ুন- পদ্মা সেতু অনুচ্ছেদ
২৮/ অনুপমকে কন্যার বাবা বিয়ের আসর থেকে ফিরাইয়া দেওয়া হয়েছিল কেন?
ক. অনুপমের ব্যক্তিত্বহীতার কারনে
খ. অনুপম দেখতে অসুন্দর বলে
গ. অনুপমের চরিত্রহীনতার কারনে
ঘ. অনুপম অহংকারী বলে
উঃ ক. অনুপমের ব্যক্তিত্বহীতার কারনে
২৯/ ‘আমার পিতা এককালে গরিব ছিলেন’- কার পিতার কথা বলা হয়েছে?
ক. কল্যাণীর
খ. শম্ভূনাথের
গ. অনুপমের
ঘ. হরিশের
উঃ গ. অনুপমের
৩০/ কন্যার পিতা মাত্রেই কী স্বীকার করবেন?
ক. গল্পকথক একজন দুশ্চরিত্রা
খ. গল্পকথক একজন ভালো মানুষ
গ. গল্পকথক একজন সৎপাত্র
ঘ. গল্পকথক একজন সুনাগরিক
উঃ গ. গল্পকথক একজন সৎপাত্র
৩১/ মেয়ের বাবা পশ্চিমে কি অবস্থায় থাকেন?
ক. রাজার হালে
খ. গরিব গৃহস্থের হালে
গ. প্রজার হালে
ঘ. জমিদারের হালে
উঃ খ. গরিব গৃহস্থের হালে
৩২/ হরিশ কে?
ক.অনুপমের বন্ধু
খ. মামার বন্ধু
গ. শম্ভূনাথ বাবুর বন্ধু
ঘ. বিনুদার বন্ধু
উঃ ক.অনুপমের বন্ধু
৩৩/ রেলগাড়িতে কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?
ক. একটি-দুই
খ. দুই-তিনটি
গ. তিন-চারটি
ঘ. চার-পাঁচটি
উঃ খ. দুই-তিনটি
৩৪/ বিয়ের জন্য কনেপক্ষকে কোথায় আসতে হয়েছে?
ক. কলকাতায়
খ. কানপুরে
গ. শিয়ালদহে
ঘ. পেহেলগাওতে
উঃ ক. কলকাতায়
৩৫/ ‘অপরিচিতা’ গল্পে কন্যার পিতার নাম কী?
ক. অনুপম
খ. দেবনাথ ঘোস
গ. শম্ভূনাথ সেন
ঘ. বিরেন্দ্র সেন
উঃ গ. শম্ভূনাথ সেন
৩৬/ বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. পাত্রের চাকুরির কারনে
গ. মেয়ের বয়সের কারনে
ঘ. যৌতুকের কারনে
উঃ ঘ. যৌতুকের কারনে
৩৭/ কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝায়?
ক. মাতৃভূমির আদেশ
খ. মাতৃভূমির নিষেধ
গ. মায়ের নির্দেশ
ঘ. মায়ের বাঁধা
উঃ ক. মাতৃভূমির আদেশ
৩৮/ অনুপমের কাছে কোন শব্দটি চির জীবনের হয়ে রইল?
ক. ভালোবাসি
খ. জায়গা আছে
গ. জায়গা নেই
ঘ. দেশসেবার ভ্রত
উঃ খ. জায়গা আছে
৩৯/ অনুপমের মামার মন নরম হল কিভাবে?
ক. মেয়ের রুপ সৌন্দর্যে
খ. মেয়ের চাকুরি দেখে
গ. মেয়ের বাবার অর্থের লোভে
ঘ. মেয়ের বাবার অতিথেয়তায়
উঃ গ. মেয়ের বাবার অর্থের লোভে
৪০/ বিয়ের কতদিন আগে কন্যার পিতা পাত্রকে দেখলেন?
ক. তিন দিন
খ. চার দিন
গ. পাঁচ দিন
ঘ. ছয় দিন
উঃ ক. তিন দিন
৪১/ শম্ভূনাথ সেনের বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা অপারে
খ. পঁয়তাল্লিশের কিছু এপারে বা অপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা অপারে
ঘ. পঞ্চান্নের কিছু এপারে বা অপারে
উঃ ক. চল্লিশের কিছু এপারে বা অপারে
৪২/ ষ্টেশনে কল্যাণীকে কে নিতে এসেছিল?
ক. পাঞ্জাবি চাকর
খ. হিন্দুস্তানি চাকর
গ. বাঙ্গালি চাকর
ঘ. আসামের চাকর
উঃ খ. হিন্দুস্তানি চাকর
৪৩/ শম্ভূনাথ সেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. নির্লজ্জ
খ. অর্থলোভী
গ. অহংকারী
ঘ. আত্মমর্যাদাবোধ সম্পন্ন
উঃ ঘ. আত্মমর্যাদাবোধ সম্পন্ন
৪৪/ শম্ভূনাথ সেন কোন প্রসঙ্গের আলোচনায় একদমই যোগ দেননি?
ক. পাত্র প্রসঙ্গে
খ. পাত্রী প্রসঙ্গে
গ. ধন-মানের প্রসঙ্গে
ঘ. ভালোমন্দের প্রসঙ্গে
উঃ গ. ধন-মানের প্রসঙ্গে
৪৫/ ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রতিজ্ঞা
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. অঙ্গীকার
উঃ ক. প্রতিজ্ঞা
৪৬/ মায়ের নিষেধ অমান্য করে অনুপম কানপুরে কেন এসেছিল?
ক. কল্যাণীর সাথে প্রেম করতে
খ. কল্যাণীর সাথে কাজ করতে
গ. কল্যাণীর সাথে দেখা করতে
ঘ. কল্যাণীর কাছে ক্ষমা চাইতে
উঃ গ. কল্যাণীর সাথে দেখা করতে
৪৭/ ‘অপরিচিতা’ গল্পে অনুপম কার হাতে মানুষ?
ক. বাবার
খ. মামার
গ. ভাইয়ের
ঘ. মায়ের
উঃ ঘ. মায়ের
৪৮/ অনুপমের মামা নিজেকে কী হিসেবে জ্ঞান করেন ?
ক. কঠোর হিসাবি
খ. অসামান্য চতুর
গ. সংসারের কাণ্ডারি
ঘ. অনেক জ্ঞানী
উঃ খ. অসামান্য চতুর
৪৯/ কনের পিতা শম্ভূনাথ সেন কার সাথে কথা বলা আবশ্যক মনে করলেন না?
ক. পাত্র অনুপমের সাথে
খ. পাত্রের মামার সাথে
গ. পাত্রের বাবার সাথে
ঘ. পাত্রের মায়ের সাথে
উঃ ক. পাত্র অনুপমের সাথে
৫০/ ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন?
ক. ভেজা বেড়াল
খ. পূর্ণিমার চাঁদ
গ. কাঠবিড়ালি
ঘ. মাকাল ফল
উঃ ঘ. মাকাল ফল