SEO বিষয়ক কিছু পরামর্শ
website কেন rank হারায় ?
প্রথমে আমি বলব Bounce rate এর কথা।
Website এর bounce rate বেড়ে গেলে website rank হারায়।
এখন আসুন জানি baunce rate কি ?
Bounce rate বাড়ে যখন কোন website এর ভিজিটর website এর Home page থেকে বেরিয়ে যায়। অন্য কোন পেইজ ভিজিট করেনা বা অন্য কোন পেইজে যায় না।
যদি visitors দের অবস্থা এ রকম হয়
তাহলে Google যেহেতো একটা সিস্টেম। তাই Google মনে করে আপনার website এ পর্যাপ্ত content নেই। যা মানুষদের উপকারে আসতে পারে।
তখন Google চাইবে না যে আপনার website টা মানুষ Google এর first page এ দেখুক। তখন দেখা যাবে আপনার website এর ranking কমছে এবং একটা সময় আপনার websiteকে আর খোজে পাওয়া যাবে না।
তাই bounce rate যেন না বারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এখন আসুন জানি কেন Bounce rate বেড়ে যায়?
আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে
- Slow Page Speed
- Unnecessary plug-ins
- Poor Usability
- POP-Ups
- Low-quality content
- Pages that aren’t mobile friendly
- Title tags and meta descriptions that aren’t properly Optimized
- Improperly implemented Google analytics setup.
Website এর bounce rate 70% এর নিচে রাখার চেষ্টা করুন।
1. Slow page speed
আপনার page এর Loading speed যদি Slow হয় তাহলে আপনার website এর bounce rate বেড়ে যাবে।
website এর Loading standerd speed ৩ সেকেন্ড।
website এর loading speed check করব কিভাবে
- Pingdom software
- Think with Google Tools
এর মাধ্যমে website এর loading speed check করতে পারবেন।
website এর Loading speed কেন কমে যায়।
প্রধানত বাজে কোম্পানি থেকে Hosting কিনলে আপনার website loading এ সময় বেশি নিবে এবং আপনাকে আনুষঙ্গিক আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যা আপনার website এর Bounce rate বাড়িয়ে দেয়।
যে সকল কোম্পানি থেকে Hosting কিনতে হবে
- Hostgator
- Bluehost
- Namecheap
- Porkbun
website এর দ্বিতীয় বার একজন ভিজিটর আসলে, পুর্ববর্তী ডাটা সেভ করে রাখা এবং keyword দিয়ে সার্চ দিলে আপনার website কে suggestion করার জন্য অবশ্যই নিচের প্লাগিন্স টি ইন্সটল করে রাখতে হবে।
WP Super Cache
অথবা
WP Fastest Cache
Website image :
Website এর image jpeg format, sige100 kb হতে হবে।
ধন্যবাদ
আজকে এখানে শেষ