আজকে নিয়ে আসলাম নতুন আরও একটা টিউটোরিয়াল
আশা করি সবাই ভালো আছেন
আমাদের নিত্য দিনের ফেসবুক অন্যতম একটা আসক্তির বিষয় হয়ে দাড়িয়েছে। এতে আমাদের চাওয়ারও শেষ নেই। অর্থনীতিও আমাদের সেটা বলেছে। অর্থাৎ মানুষের চাহিদা অসীম।
ত আজকের বিষয়টা স্পেসিফিক বললে হয় ” কিভাবে লক ফেসবুক আইডির স্কিনশট নিতে হয়”
আমরা অনেকে অনেকভাবে চেষ্টা করেও স্কিনশট নিতে পারতেছিনা। তাদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট।
যেকোনো ফেইসবুক আইডির স্কিনশট কিভাবে নিবেন তা নিয়ে আজকের পোস্ট।
Lock Profile এর Screenshots নেওয়া,Profile Guard চালু থাকলেও স্কিনশট নিতে পারবেন একদম সহজেই।
এটার জন্য আমরা Official Facebook Lite Cloned করে যাতে স্কিনশট নিতে পারেন সেই ব্যবস্থা করে আজকে অ্যাপটি শেয়ার করলাম।
Download Link :
এবার ডাউনলোড করে ইনস্টলেশন শেষ করে নিন।
এবার আপনি যেকোনো আইডি দিয়ে লগিন করুন এবং দেখুন এখন সবকিছুর স্কিনশট নিতে পারবেন এভাবে।
আজকে এখানেই শেষ করলাম।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান।
আল্লাহ হাফেজ।