Facebook এ এক ক্লিকে সকল পোস্ট Only Me করুন | All FB Post make Only me by One Click
প্রিয় পাঠক/ভিজিটর,
আমাদের ব্লগে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল এ জানতে পারবেন কিভাবে ফেসবুকের সকল পোস্ট এক ক্লিকের মাধ্যমে Only Me করে ফেলবেন বা সকল পোস্ট লুকিয়ে ফেলবেন সেই ট্রিকস।
Facebook Public পোস্ট Only Me করার নিয়ম :
ফেসবুকের পাবলিক পোস্ট অনলি মি করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন। এতে সহজেই আপনার FB ID এর সকল পাবলিক পোস্ট এক ক্লিকের মাধ্যমে Only Me করে ফেলতে পারবেন।
মোবাইল দিয়ে করা যাবে কিনা ?
প্রিয় পাঠক, ফেসবুকের পাবলিক পোস্ট Only Me করার জন্য মোবাইল হোক বা ল্যাপটপ যেকোনো ডিভাইস দিয়ে করা যাবে। হ্যাঁ মোবাইল দিয়েও করা যাবে সহজেই।
Facebook APP দিয়ে সকল Public পোস্ট Only Me করার নিয়ম :
প্রথমে Facebook APP এ গিয়ে লগিন করে নিতে হবে যাতে সহজেই কাজ করা যায়। লগিন করার পর আমরা কাজ শুরু করবো। Login করা হয়ে গেলে এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন।
Facebook APP এ গিয়ে কর্ণারে গেলে Setting & Privacy এ ক্লিক করুন। এরপর Setting এ ক্লিক করুন,
Setting এ ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন Your Activity নামের একটা Section, সেখানে Activity তে ক্লিক করতে হবে। Activity তে ক্লিক করে একটা নতুন interface আসবে।
এবার নতুন Interface এ Public Post নামের একটা অপশন শো করবে সেটাতে ক্লিক করতে হবে যাতে আমাদের আইডির সকল পোস্ট শো করে।
Public পোস্ট এ ক্লিক করার পর সকল পোস্ট দেখতে পাবেন , এবার পোস্টগুলোর উপরে একটা All নামক অপশন দেখতে পাবেন দেখুন ভালো করে।
All এ ক্লিক করুন, ক্লিক করার পর আপনার সকল পোস্ট সিলেক্ট হয়ে যাবে। যদি দেখেন সবগুলো সিলেক্ট হইনি, তবে All এ ক্লিক করার আগে সবগুলো পোস্ট শো হচ্ছে কিনা একটু দেখে নিবেন নিচের দিকে গিয়ে।
All এ ক্লিক করার পর দেখবেন নিচের দিকে ৩টা অপশন শো করছে। যথাক্রমে Archive, Trash এবং Three Dot নামের ৩টা অপশন। এখন আমাদের ক্লিক করতে হবে Three Dot এ। কারণ আমরা Privacy Change করবো বা Only Me করবো তাই।
Three Dot এ ক্লিক করার পর দেখবেন Change Audience নামের ১টা অপশন দেখা যাবে। এখন আমাদের কাজ হলো সেটাতে ক্লিক করা এবং Confirmed করা।
Change Audience এ ক্লিক করে নিশ্চিত করার পর দেখবেন Only Me অপশন দেখা যাবে। এখন এখান থেকে Only Me সিলেক্ট করার মাধ্যমে আমাদের সকল পোস্ট Only Me হয়ে যাবে। Only Me সিলেক্ট করার পর ব্যাক এসে দেখুন।
সর্বোপরি, আপনাদের যাদের সকল পোস্ট Only me করা প্রয়োজন। তারা এভাবে এক ক্লিকের মাধ্যমে আপনার কাজটি শেষ করতে পারেন সহজেই।