ব্লগারে YouTube Channel Button যোগ করুন।
আজকে দেখাব কিভাবে ব্লগারে আপনার YouTube Channel button যুক্ত করবেন সেটা।
কেন YouTube channel button যুক্ত করবেন ?
আমরা ব্লগারে ইউটিউব বাটন যুক্ত করলে এতে ভিজিটররা চ্যানেল টা সাবস্ক্রাইব করবে এতে সাবস্ক্রাইবার বাড়বে। এতে আলাদা করে আপনার চ্যানেল এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
ত এবার চলুন আসল কাজে।
আপনাকে ব্লগারে ইউটিউব বাটন যুক্ত করার জন্য একটা HTML/Javascript Gadget যুক্ত করতে হবে।
ত তার জন্য নিচের সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রথমে নিচের কোডটি কপি করে নিন এবং সেখানে TAHERCOXBD এর জায়গায় আপনার চ্যানেল এর ID বসান।
<script src=”https://apis.google.com/js/platform.js”></script>
<div class=”g-ytsubscribe” data-channel=”TAHERCOXBD” data-layout=”full” data-theme=”dark” data-count=”default”></div>
এবার চলুন ব্লগারে Login করুন
লগিন করার পর Layout এ যান।
এবার Add a gadget এ ক্লিক করুন
এবার HTML/Javascript সিলেক্ট করুন
এবার আপনার কোডটি পেস্ট করে নিন।
এবার Save এ ক্লিক করুন বেশ কাজ শেষ।
Tag : How to add YouTube channel button in blogger,Add YouTube channel button in blogger,Blogger YouTube channel Button,Add YouTube subscribe button in blogger,Blogger YouTube channel button,YT-CSS,