হারানো HTML Meta কোড খুঁজে বের করব কিভাবে | Find Lost HTML Meta Code Google Webmaster tools 2021
হারানো HTML Meta কোড খুঁজে বের করুন এখনি একদম সহজেই।
How Find Google Search Consoles Lost HTML meta Tag 2021,Blogger Problem Solution 2021,Blogger HTML Meta Tag, Search console HTML Meta Tag Find 2021
HTML meta Tag কোড হারিয়ে গেলে খুঁজে পাবেন কিভাবে জেনে নিন
আজকে শেয়ার করব ব্লগিং এর একটা টিপস।
আমরা যারা ব্লগিং করি বা ওয়েবসাইট ব্যবহার করি তারা SEO কথাটির সাথে প্রায় সবাই পরিচিত।
SEO এর একটি অংশ হচ্ছে Google Webmaster tools বা Google Search Console
যেখানে আমরা আমাদের সাইটটি সাবমিট করে থাকি যাতে আমাদের ওয়েবসাইট গুগলে সার্চ করলে পাওয়া যায়। অর্থাৎ Google Search Console এ আপনার ওয়েবসাইট সাবমিট করলেই আপনার সাইট Google পাবে। অন্যথায় আপনি Google এ আপনার ওয়েবসাইট এর নাম লিখে সার্চ করলেও আপনার ওয়েবসাইট সেখানে আসবে না৷
ত আমরা অনেকে এই সাবমিশন করতে গিয়ে Blogger এ HTML Meta ট্যাগ দিয়ে ভেরিফাই করে থাকি। অনেক সময় অসাবধানতার কারণে বা ভুলবশত Blogger Template Back Up না নিয়ে Template পরিবর্তন করতে গিয়ে আমরা HTML Meta Code টা হারিয়ে ফেলি বা অনেকের হারিয়ে গেছে। এখন এই কোড আমরা অনেক খুজেঁও আর পায় না।
এই কোড যদি টেমপ্লেট এ বা ওয়েবসাইট এ না থাকে তবে সমস্যা আছে কি ?
উত্তর : হ্যাঁ আছে। এতে আপনার ওয়েবসাইট গুগলে index হবে না।
তাহলে হারানো কোড বের করার এখন উপায় কি ?
আজকের টপিক হচ্ছে এই উপায় নিয়ে।
HTML Meta Code হারিয়ে গেলে কিভাবে সেটা আবার বের করে আমরা ওয়েবসাইটে বসাব তা দেখানো হবে আজকে।
প্রথমে আমরা Google search Console এ যাব
এবার আমরা ঐ সাইটটা দেখতে পাব।
এখানে একদম বামে Navigation বার এ ক্লিক করব
নিচের মত
এবার একটু স্ক্রল করলে৷ Setting অপশন পাবেন এবং সেই Setting এ ক্লিক করব
এবার নিচের মত ক্লিক করব
এবার এখান থেকে Domain DNS এ ক্লিক করব
এবার নিচের মত দেখলে সেখান থেকে Copy তে ক্লিক করে Copy করে নিব
কপি করা কোডটি নোটপ্যাড এ পেস্ট করুন
DEMO :
google-site-verification=M-tahetcoxbdeugddbbbvvbh56uhhgg
এবার কপি করা কোড এ ২টা অংশ পাব
এখানে শেষে যে অংশ পাব সেটা আলাদা করে কপি করে নিব
আমরা যে অংশ কপি করব সেটা হলুদ রঙ করে দেখানো হলো
google-site-verification=M-tahetcoxbdeugddbbbvvbh56uhhgg
এবার কপি করা অংশ টা নিচের কোডটির সাথে জোড়া লাগাবো
HTML META Code :
<meta name="google-site-verification" content="####" />
নিচের কোডের #### জায়গায় কপি করা অংশ টা পেস্ট করে নিন।
আমার কপি করা অংশ হচ্ছে : M-tahetcoxbdeugddbbbvvbh56uhhgg
এটা জোড়া লাগানোর পর
সবশেষে যে কোড পেয়েছি সেটা হবে নিচের মত
<meta name=”google-site-verification” content=”M-tahetcoxbdeugddbbbvvbh56uhhgg” />
বেশ এখন যে কোড পেয়েছি এটাই ছিল আমাদের HTML Meta কোড
যেটা হারিয়ে গেছে বা ভুলবশত মুছে গেছে।
এটা এখন <head> এর পর Past করুন।
বেশ কাজ শেষ।
আজকের টপিক টা এখানেই শেষ করলাম।
যারা বুঝেন নাই কমেন্ট করে জানাবেন।