ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা কত পয়েন্ট বা কত পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে সেটা নিয়ে অনেকের চিন্তার শেষ নেই।
এখনও যেহেতু কোন আপডেট সার্কুলার দেয়নি সেহেতু অগ্রীম বলা যায় না, তাছাড়া ঢাবি কতৃপক্ষ চাইলেই নতুন করে আপডেট যোগ্যতা দিতে পারে। তাই আপতত পূর্বের সার্কুলার থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে গতবছর কত পয়েন্ট লেগেছিল আবেদন করার জন্য।
আপনার কতো পয়েন্ট থাকলে ঢাবিতে শিওর পরীক্ষা দিতে পারবেন (Last Year এর সার্কুলার অনুসারে)
ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ)
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ৩.৫০ এবং মোট ৮.৫০ লাগবে
খ-ইউনিট (মানবিক বিভাগ)
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ৩.০০ এবং মোট ৮.০০ লাগবে
গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ৩.৫০ এবং মোট ৮.০০ লাগবে
চ-ইউনিট (চারুকলা বিভাগ)
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে ৩.০ এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।
Thanks for Visit Us…